ইশতিয়াক আসিফ, আরব আমিরাত : গত ১২ অক্টোবর বাংলাদেশে অবস্হানরত জে এস গত ১২ অক্টোবর বাংলাদেশে অবস্হানরত আমিরাতের জে এস এম গ্রুপের চেয়ারম্যান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জসিম তালুকদারের উপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দ্যেশ্যে প্রেস ব্রিফিং জে এস এম গ্রুপের এ জি এম জয়নাল আবেদিন তালুকদার জানান, জনাব জসিম উদ্দীন তালুকদার হাটহাজারী থানার মুজাফ্ফর ইউনিয়নের বাসিন্দা। কিছুদিন পূর্বে নিজ জায়গার জন্যে কিছু লোক চাঁদা চাইলে তিনি এতে অস্বীকৃতি জানান।
চাঁদা না দেওয়ায় পরে তার উপর হামলা করা হয় বলে দাবী করেন এ জি এম জয়নাল আবেদিন । উপস্হিত সবাই আরো দাবি করেন নিজ দেশে জায়গা নিয়ে এরকম হামলার স্বীকার হলে নিজেরা কি আইনগত সহযোগীতা না পেলে জীবনের নিশ্চয়তা কতটুকু প্রবাসীদের!হাটহাজারী থানায় মামলা হলেও এখনো আসামিরা ধরা ছোয়া বাইরে বলে জানান তারা।
সংবাদ সম্মেলন শেষে সংযুক্ত আরব আমিরাতে অবস্হানরত প্রবাসী হাটহাজারী বাসীরা এক প্রতিবাদ সভারও আয়োজন করেন। মোঃ জাহেদুল আলম তালুকদার এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামশেদ সিকদার, বেলাল উদ্দীন, আজম উদ্দীন, এস এম মহিউদ্দীন বেলাল রনি, সাইফুদ্দিন, মৌলানা নাছের উদ্দীন, মৌ সেলিম উদ্দীন তৈয়বী, গাজী নোমান, মো ইলিয়াস প্রমুখ।
Discussion about this post