ধারের দেড় লাখ টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ী বিজয় কুমার বিশ্বাসকে খুন করেছেন আরেক ব্যবসায়ী আবদুর রহমান। শুক্রবার রাতে আবদুর রহমানকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে নগরের লালখানবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার আবদুর রহমান ইপিজেড থানা এলাকার নেভি ওয়েলফেয়ার মার্কেটের মেসার্স রাইড এন্টারপ্রাইজ ও হাওলাদার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী। গত ১৫ অক্টোবর পাহাড়তলী থানার সাগরিকা আলিফ গলি এলাকা থেকে কুমিলতা জেলার চান্দিনা থানার বাসিন্দা বিজয় কুমার বিশ্বাসের লাশ উদ্ধার করে পুলিশ। একই মার্কেটে তারও একটি দোকান ছিল।
সিআইডি চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মিজানুর রহমান জানান, একই মার্কেটে বিজয় ও আবদুর রহমানের দোকান রয়েছে। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল। ৯ মাস আগে বিজয়ের কাছ থেকে মাসিক সাত হাজার টাকা মুনাফায় দেড় লাখ টাকা ধার নেয় আবদুর রহমান। শুরুতে কয়েক মাস মুনাফা পরিশোধও করেন তিনি। এরপর মুনাফা পরিশোধ বন্ধ করে দেওয়ায় মূল টাকা ফেরত চায় বিজয়। এতে ক্ষিপ্ত হয়ে বিজয়কে খুনের পরিকল্পনা করেন আবদুর রহমান। পরিকল্পনা অনুযায়ী ১৪ অক্টোবর সকালে বিজয়কে তার দোকানে ডেকে নিয়ে যান। এরপর গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। তাকে সহযোগিতা করেন দোকান কর্মচারী নাছির উদ্দিন। পরদিনলাশ পাহাড়তলীর আলিফ গলি এলাকায় ফেলে আসেন।
Discussion about this post