ইশতিয়াক আসিফ,
দুবাই পুলিশের সমুদ্র সৈকত-ভ্রমণকারীদের জন্য করা কোভিড বিরোধী আইন অমান্য করলে জরিমানা গুনতে হবে। দুবাই পুলিশের অফিসিয়াল টুইটার এ প্রচার করা হয় যে, সমুদ্র সৈকতে গেলে সর্বদা একটি মুখোশ পরিধান করতে হবে।
সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এমনকি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে পুলিশ স্পষ্টভাবে নির্দেশ দেয়। এছাড়াও আরো উল্লেখ করা হয়েছে যে একই পরিবারের সদস্য হলে পাঁচ জনের অধিক লোক জমায়েত হওয়া যাবে অন্যথায় একি পরিবারের না হলে পাঁচ জনের অধিক লোক জমায়েত হওয়া থেকে বিরত থাকতে হবে। এসব সতর্কবাণী না মানলে তাদের জরিমানার মুখোমুখি হতে হবে। সামাজিক দূরত্ব বজায় না রাখলে বা মুখোশ পরা না থাকলে ৩,০০০ দিরহাম’র অধিক জরিমানা করা হতে পারে।























