পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার শাহেদ রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহেদ রহমান জানান, মন্ত্রীর শারিরীক অবস্থা গুরুতর নয়। তবে বয়স বিবেচনায় তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন সিএমএইচের চিকিৎসকরা।
মন্ত্রী তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে শাহেদ রহমান জানান।
Discussion about this post