লেবাননের একটি উঁচু ভবন থেকে পড়ে গিয়ে তফসির আহমেদ নামে এক প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুর্ঘটনার তার লাশ লেবাননের আলাই শহরের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে। এদিকে লাশ দেশে ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নিহতের স্বজনরা।
জানা যায়, পরিবারের হাল ধরতে দীর্ঘ ছয় বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুরের বাসিন্দা বকুল মিয়ার ছেলে তফসির আহমেদ। পাঁচ বোনের একমাত্র ভাই ছিলেন তিনি। লেবাননের একটি এ্যালুমুনিয়াম ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে উঁচু ভবন থেকে পড়ে গিয়ে অকালে প্রাণ ঝড়ল রেমিটেন্সযোদ্ধা তফসিরের।
সাথে থাকা অন্য প্রবাসীদের বরাত দিয়ে নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত ৫ অক্টোবর সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় লেবাননের বৈরোত শহরের ভিয়েনে এ দুর্ঘটনা ঘটে। সেখানকার একটি উঁচু ভবনে এ্যালুমুনিয়ামের কাজ করার সময় উপর থেকে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। বর্তমানে তার লাশ লেবাননের আলাই শহরের একটি হাসপাতালের হিমঘরে রয়েছে। এদিকে প্রবাসী তফসীরের নিহতের খবরে তার গ্রামের বাড়ি আশুগঞ্জের লালপুরে নেমে এসেছে বিষাদের ছায়া।
Discussion about this post