সৌদি আরবের রিয়াদে পেট্রোল এর সাথে ডিজেল মিশিয়ে বিক্রি করায় একজন বাংলাদেশী প্রবাসীকে ১ বছরের জেল ও জরিমানা করেছে সৌদি আদালত। জেল এর সাজা শেষ হবার পর তাকে চিরকালের জন্য সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়ার রায় দিয়েছে কোর্ট।
জানা যায়, অভিযুক্ত বাংলাদেশী প্রবাসী আল-মাজমা প্রদেশের একটি ফুয়েল স্টেশনে কর্মরত ছিলেন। তিনি পেট্রোল এবং ডিজেল মিশিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করেন যা নির্ধারিত স্ট্যান্ডার্ড এর সাথে যায় না। এই প্রতারণা ও কারচুপির অভিযোগে আদালত তাকে ১ বছরের জেল এর সাজা দিয়েছে। এছাড়াও, এই ১ বছর জেল এর সাজার পরে সৌদি থেকে তাকে চিরকালের জন্য দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।
Discussion about this post