করোনাভাইরাসের ছয় মাসে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান।
বেসরকারি এয়ারলাইন্সগুলোর ক্ষতির পরিমাণও প্রায় সমান। বিশেষজ্ঞরা বলছেন, যে রাজস্ব হারিয়েছে তা আর ফিরে পাওয়া যাবে না ধরে নিয়েই ঘুরে দাঁড়াতে হবে এয়ারলাইন্সগুলোকে।
বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর মার্চ থেকে বন্ধ হয়ে যায় সব আভ্যন্তরীণ ও বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট। জুলাই থেকে আভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু হলেও বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় বন্ধ ছিলো আন্তর্জাতিক ফ্লাইট। সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে কয়েকটি রুটে আবারো ফ্লাইট চলাচল শুরু হয়। তবে তাতেও দেয়া হয় বিভিন্ন বিধিনিষেধ।
এই দুর্যোগে আয় প্রায় শূন্যে নেমে আসে দেশি এয়ারলাইন্সগুলোর। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই যাত্রী পরিবহন থেকে রাজস্ব হারিয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা।
Discussion about this post