অলৌকিক ভাবে ১১৫ দিন আইসিইউতে থাকার পর আবু তাহের ইসমাইল করোনা থেকে হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন। ৫৫ বছর বয়সী বাংলাদেশী প্রবাসী সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘকালীন করোনার সঙ্গে লড়াই করা রোগীদের মধ্যে একজন।
আবুধাবি লাইফ কেয়ার হাসপাতালের নেফ্রোলজিস্ট ডাঃ আবেদ পিল্লাই বলেন,ইসমাইল ডায়াবেটিস এবং হাইপারটেনসিভ রোগে ভুগছিলেন যার ফলে তিনি করোনা আক্রান্ত হলে তার কিডনিতে জটিলতা দেখা দেয়। এই ধরনের রোগীদের ক্ষেত্রে 75% থেকে 90% মৃত্যুর সম্ভাবনা থাকে । তাই আজ তাকে হাটতে দেখতে পেরে আমরা আনন্দিত, এবং আমরা আশা করি সময়ের সাথে সাথে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।
প্রকৃতপক্ষে, করোনার সাথে যুদ্ধ ইসমাইলের জন্য একটি অগ্নিপরীক্ষা ছিল এবং তার ২০ বছর বয়সী ছেলে এবং অবিরাম সহযোগী আবু বকর সিদ্দিকের জন্য।
সিদ্দিক জানায় তার বাবা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুব দুর্বল বোধ করছিলেন এবং তার ক্ষুদা পাচ্ছিলোনা। হটাৎ তার শ্বাস প্রশ্বাসের তীব্র সমস্যা শুরু হলে আমি বাবাকে হাসপাতালে নিয়ে যাই।
সূত্রঃ গাল্ফ নিউজ
Discussion about this post