আগামী ৪ অক্টোবর থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স অতিরিক্ত আরও দুইটি ফ্লাইট চলাচল করবে। এর ফলে ঢাকায় বিমানসংস্থাটির সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৯টিতে। সোম ও শুক্রবার অতিরিক্ত এই ফ্লাইটগুলো পরিচালিত হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।
এতে বলা হয়, ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। ইকে ৫৮৩ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা ছেড়ে দুপুর ১টায় দুবাই পৌঁছাবে। অন্যদিকে ইকে ৫৮২ একই দিন রাত ২টায় দুবাই ছেড়ে সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবে। ওয়েবসাইট ও ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করা যাবে।
Discussion about this post