দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২১৯ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৮৮ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৫ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
Discussion about this post