দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্খিত প্লেনের টিকেট হাতে পেয়েছিলেন। অথচ উদাসীনতাই যেনো কাল হলো তাদের।
বেসরকারি হসপাতাল থেকে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট জমা দেওয়ায় তাদের ৩২ জনকে শাহজালাল বিমানবন্দরে রেখেই আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উড়াল দেয় সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ।
৩২ প্রবাসীর সনদকে গ্রহণযোগ্য মনে করেনি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতালে পরীক্ষা করে করোনার সনদ নিয়ে আসায় তাদের রেখেই এসভি ৩৮০৭ ফ্লাইটটি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা না করে বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা করে সনদ নিয়ে আসেন ওই ৩২ যাত্রী। ফলে তাদের বোর্ডিং কার্ড দেয়নি সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। পরে তাদের রেখেই ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।
Discussion about this post