আবুধাবিতে ফিরলেই সবাইকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোম কোয়ারেন্টিনের এই ১৪ দিন সবাইকে কব্জিতে ট্র্যাকার লাগিয়ে রাখা হবে।
আবুধাবির দুর্যোগ ও সঙ্কট মোকাবিলার করোনাভাইরাস সংক্রান্ত কমিটি গতকাল জানিয়েছে, বাইরের দেশগুলো থেকে আসা ব্যক্তিদের বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবুধাবিতে পৌঁছানোর ৯৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। আবুধাবির জনগণের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমনকি আবুধাবিতে পৌঁছানোর পর করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। করোনা সংক্রমণ ঠেকাতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Discussion about this post