আন্দোলনরত ছাত্রদের দাবির মুখে আল্লামা শফির পুত্র ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানিকে মাদরাসা থেকে স্থায়ী বহিস্কার করা হয়েছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সারে নয়টার দিকে হাটহাজারী মাদরাসার শূরা সদস্য মাওলানা নোমান ফয়জি এই ঘোষণা দেন।
তিনি জানান, আজ সন্ধ্যায় আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হাটহাজারীর শিক্ষক মাওলানা শেখ আহমদ, শূরা সদস্য মাওলানা নোমান ফয়জি, শূরা সদস্য মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা ওমর ফারুক প্রমুখ।
মাওলানা আনাস মাদানীকে স্থায়ী বহিষ্কার ও ছাত্রদের ওপর কোন ধরণের হয়রানি করা হবে না বলে জানানো হয়েছে। এছাড়াও বাকি তিনটি দাবি হাটহাজারী মাদরাসার শূরার বৈঠকের পর মেনে নেওয়া হবে বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
Discussion about this post