দালালদের খপ্পরে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরেছেন ছাতকের এক যুবক। মিজানুর রহমান (৩০) নামের হতভাগা ওই যুবক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের আসিদ আলীর ছেলে। রোববার রাতে গ্রীস থেকে তার লাশ এসে দেশে পৌঁছেছে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান উন্নত জীবনযাপনের আশায় আরব আমিরাত থেকে তুরস্ক হয়ে অবৈধভাবে গ্রীস যাওয়ার পথে গত ৫ আগস্ট সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। পরবর্তীতে ১৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে মিজানের এক বন্ধুর স্ট্যাটাস থেকে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
Discussion about this post