বিশেষ প্রতিনিধি,ওমান : ওমানে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। শনিবার (২২ আগস্ট) বিকেলে ওমানে গলায় ফাঁস লাগিয়ে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এম কে ডাঙ্গী গ্রামের হযরত খানের ছেলে শাহীন খান (৩১) পরিবার ও নিজের ভাগ্য ফেরাতে বেশ কয়েক বছর যাবৎ ওমানে রয়েছেন। বিদেশ যাওয়ার আগে তিনি বিয়ে করে স্ত্রীকে বাড়ীতে রেখে যান। বিদেশে যাওয়ার পর তাদের দুজনের মধ্যে কলহ দেখা দেয়।
কলহের জের ধরে মাত্র দু’দিন আগে স্ত্রী কাকলী আক্তার (২০) অভিভাবকদের উপস্থিতিতে প্রবাসী শাহীনকে তালাক দেন। এ খবর শুনতে পেয়ে শাহীন খান শনিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ওমানে তার নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতদের লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।