আবুধাবী এয়ারপোর্টে ২য় দফায় আটকে থাকা ২৯ জন বাংলাদেশীকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশটিতে প্রবেশে করাতে সক্ষম হয়েছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২ টায় বাংলাদেশ বিমানের বিজি ২৭ ফ্লাইট মোট ৪২ জন যাত্রী নিয়ে আবুধাবি এয়ারপোর্টে অবতরণ করে। ১২ জন যাত্রী ইমিগ্রেশন শেষে আবুধাবি প্রবেশের অনুমতি মিললেও সিস্টেম জটিলতায় ২৯ জন যাত্রীকে আটকে দেয় আবুধাবি ইমিগ্রেশন। আটকেপড়া ২৯ যাত্রীকে দেশটির ভেতরে প্রবেশ করার জন্যে টানা প্রচেষ্টা চালিয়ে যান আবুধাবী বাংলাদেশ দূতাবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বিমানের আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক ২৯ জন যাত্রীকে বুধবার (১৯ আগস্ট) ভোর রাতের ফ্লাইটে দেশে ফিরিয়ে নেবার ব্যবস্থা চূড়ান্ত বলে জানালেও আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ফলে আবুধাবি কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রাথমিকভাবে করোনা টেস্ট করায় এবং সাথে সাথে করোনা টেস্টের ফলাফল নেগেটিভ হওয়ায় ২৯ জন যাত্রীকে আবুধাবিতে প্রবেশের অনুমতি পাওয়ার আশ্বাস দেয়া হয়।
অবশেষে করোনা টেস্ট করার ১০ ঘণ্টা পরে সকলের রেজাল্ট নেগেটিভ হলে বুধবার ভোর চারটায় আটকে থাকা ২৯ জন যাত্রীদের দেশটিতে প্রবেশের অনুমতি পান।
উল্লেখ্য, গত সোমবার আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরের সিস্টেম জটিলতার কারণে ১২৭ জন আমিরাত প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়।
Discussion about this post