মিয়ানমার সীমান্তে ভারতের মণিপুরের ছান্দেল জেলায় অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে আসাম রাইফেলসের তিন জওয়ানের। এই ঘটনায় আহত হয়েছে আরো ছয় জওয়ান। ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সন্দেহ, এ হামলার ঘটনার নেপথ্যে রয়েছে পিপলস লিবারেশনস আর্মি (পিএলএ)।
যদিও এখনো আসাম রাইফেলসের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস