নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)র ২য় বর্ষ পূর্তি এবং নতুন ৯ দফা দাবি বাস্তবায়নে ফেনীতে মানববন্ধন করছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ফেনী জেলা। বুধবার (২৯ জুলাই) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন করেছে নিসআ ফেনী জেলা শাখা।
উপস্থিত ছিলেন জেলা আহবায়ক মোঃ বাকের উদ্দীন, সদস্য সচিব শরীফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক: নিরব আল মাহমুদ, ফয়সাল, জামশেদ সহ নিসআর ফেনী শাখার সদস্যবৃন্দ।
মানববন্ধনে ফেনী জেলা শাখার আহবায়ক বাকের বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিসআর ৯ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। সদস্য সচিব শরীফুল ইসলাম বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে ২০১৮ সালের আন্দোলনে ছাত্ররা দেখিয়েছে কিভাবে সড়ক নিরাপদ করা যায়। ফেনী জেলা শাখা শুধু সড়ক বিনির্মানে নয়, সব সামাজিক কাজে এগিয়ে থাকবে।
২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নিয়ে গড়া সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ সড়ক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করছে।
ফেনীতে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের জার্সি সৌজন্যে ছিল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক নিউজ পোর্টাল আমিরাত সংবাদ http://www.emiratessangbad.com/ https://www.facebook.com/Emiratessangbad