যাদুঘর থেকে আয়া সোফিয়াকে আবারো মসজিদে রূপান্তর করায় তুরস্ককে অভিনন্দন জানিয়েছে ফিলিস্তিন। তুরস্ক ও ফিলিস্তিনের প্রেসিডেন্টের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে ফিলিস্তিন আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে পুনঃস্থাপনের সিদ্ধান্তের উচ্চ প্রশংসা করে। রোববার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে আলাপকালে মাহমুদ আব্বাস তার উচ্ছ্বাস প্রকাশ করেন বলে জানিয়েছে আঙ্কারা।
১৪৫৩ সালে ইস্তাম্বুল বিজয়ের আগ পর্যন্ত আয়া সোফিয়া ৯১৬ বছর গির্জা ও ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত একটি মসজিদ হিসেবে প্রায় ৫০০ বছর এবং সম্প্রতি ৮৬ বছর ধরে একটি যাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। গত ১০ জুলাই তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের মন্ত্রিসভার আইন বাতিল করে এটি মসজিদে রূপান্তরের পথ প্রশস্ত করে।
তুরস্কের এই ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়া ১৯৮৮ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়।
সূত্র : ইয়েনি সাফাক
Discussion about this post