করোনা মোকাবেলায় সচেতনতা তৈরিতে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পেলেন বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়ায় শিশু সমাজকর্মী হিসেবে প্রশংসিত সুবহা সাফায়েত সিজদা। সোমবার (২৭ জুলাই ২০২০) বিকেলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ’র দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কোভিড-১৯ মোকাবেলায় সচেতনতা তৈরিতে অবদান রাখায় সারা দেশ থেকে ১৭ জনকে সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে। এর মধ্যে ভার্চুয়াল প্রচারণায় সম্মাননা পান সিজদা।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিজদার হাতে। ক্রেস্ট গ্রহন শেষে শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত সকলের উদ্যেশ্যে করোনা ভাইরাস ও বানভাসি মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সফর সঙ্গী হয়ে টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু’র মাজার জিয়ারত এর ইচ্ছা প্রকাশ করেন সিজদা।
সিজদা (৭) রাজধানীর লর্ডস ইংলিশ মিডিয়াম স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ইউনিসেফের হয়ে ভার্চুয়াল সচেতনতা তৈরি কার্যক্রমেও অংশ নিয়েছেন সিজদা।
Discussion about this post