এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে যে, ১ আগস্ট থেকে নির্দিষ্ট কিছু দেশ থেকে আগত যাত্রীদের দুবাই বিমানবন্দরগুলিতে বাধ্যতামূলক ভাবে করোনার জন্য পিসিআর টেস্ট করাতে হবে।
এই দেশগুলি থেকে আগত যাত্রীদের ১ আগস্ট থেকে দুবাই আসার পরে তাদের নিজ দেশের করোনা নেগেটিভ সনদের পাশাপাশি দুবাইতে পিসিআর পরীক্ষা করাতে হবে। দেশের তালিকা এয়ারলাইন্সের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আমিরাত ও দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত ট্র্যাভেল প্রোটোকল আপডেট অনুসারে, ঐ সকল দেশ থেকে আগত সকল যাত্রীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পাশাপাশি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে অবশ্যই পিসিআর পরীক্ষা করতে হবে।
তবে যারা উল্লেখিত দেশগুলি থেকে আসবেনা তাদেরকে পিসিআর পরীক্ষা করাতে হবে না, এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে।
Discussion about this post