স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে সোমবার এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে আরব নিউজ
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলছে, পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে হাসপাতালে নেওয়া হয়েছে বাদশাহ সালমানকে।
৮৪ বছর বয়সী সালমান ২০১৫ সাল থেকে সৌদির বাদশা হিসেবে দেশ শাসন করছেন। এর আগে তিনি দেশটির যুবরাজ ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গর্ভনর ছিলেন তিনি।
Discussion about this post