ঐতিহাসিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। নামাজ শুরুর কয়েকদিন আগেই হঠ্যাৎ করেই ঐহিতাসিক এই স্থাপনা পরিদর্শনে ঝটিকা সফরে যান এরদোয়ান।
পরিদর্শনে এরদোয়ান মসজিদের রুপান্তর কাজ পর্যালোচনা করেছেন,সেই সাথে ভবনের ভিতরে ভাসমান চিত্রের সাহায্যে সব দেখানো হয়। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ, ডায়ানেট বলেছে যে খ্রিস্টান ধর্মের যে চিহ্নগুলো আছে তা প্রার্থনার সময় পর্দা বা লেজারের সাহায্যে ঢেকে দেওয়া হবে। তবে শুক্রবারের নামাজে অংশ নিতে প্রায় ৫০০ মুসল্লীদের মধ্যে এরদোয়ান থাকবেন কিনা তা এখনো স্পষ্ট না।
চলতি মাসের ১০ তারিখ এরদোয়ান আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করেছেন। আগামী ২৪ তারিখে মসজিদে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়া সুফিয়া বিশ্বের অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও স্বাংস্কৃতিক নিদর্শন যা ষষ্ঠ শতাব্দীতে বায়জান্টাইন সম্রাজ্যের আমলে নির্মাণ করা হয়েছিল। এটা গ্রীক অর্থোডক্স গীর্জা হিসেবে ব্যবহৃত হত। পরবর্তীতে ১৪৫৩ সালে উসমানিয়া খিলাফতের সময় ইস্তাম্বুল বিজয়ের মাধ্যমে মুসলিমদের হস্তগত হয়। ১৯৩৫ সালে তুর্কি সেকুল্যার পার্টি এটিকে জাদুঘরে রূপ দেয়। তবে এটিকে পুনরায় মসজিদ হিসেবে রূপান্তরের দাবি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এর জের ধরেই ডিক্রিতে সই এর মাধ্যমে আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করেন এরদোয়ান।
Discussion about this post