আজমান পরিবহন কর্তৃপক্ষ আজমান ও দুবাইয়ের মধ্যে পাবলিক বাস পরিষেবা আবার চালু করার ঘোষণা দিয়েছে।
আজমান ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ টুইটার ও ফেসবুকে ঘোষণা দিয়েছে যে, আজ থেকে যাত্রী এবং দর্শনার্থীরা আজমান থেকে দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশন, রাশিদিয়া মেট্রো স্টেশন এবং আল কুসাইস মেট্রো স্টেশন যেতে পারবেন। তিনটি লোকেশনে প্রতি এক ঘন্টা পর পর বাস ছেড়ে যাবে। আজমান ট্রান্সপোর্ট জানিয়েছে প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই পরিষেবাটি পাওয়া যাবে।
টিকিটের মূল্য জন প্রতি ১৫ দিরহাম নির্ধারণ করা হয়েছে এবং যাত্রীদের তাদের মাসার কার্ড ব্যবহার করতে বলা হয়েছে। কার্ডগুলি আজমান পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে নেওয়া যাবে, অথবা যাত্রীরা মাসার অ্যাপটি ডাউনলোড এবং ব্যবহার করে অনলাইনে পেমেন্টের মাধ্যমে টিকিট বুক করতে পারবেন।।