কোম্পানীগঞ্জ সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই’র দেরা হোটেল কাশারা গড হল রুমে এ আয়োজন সম্পন্ন হয়। আবু সুফিয়ান জীবন চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ সোসাইটির সভাপতি মুহাম্মাদ তাসির আহমেদ।
বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক ইমামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন. প্রধান অতিথি নজরুল ইসলাম বিশেষ অতিথি আলী আজগার জাবেদ ,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ সোসাইটি সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, তাসির আহমেদকে সভাপতি নজরুল ইসলামকে সহ’সভাপতি, ইমাম উদ্দিনকে সাধারণ সম্পাদক। আলী আজগর জাবেদ সাংগঠনিক সম্পাদক , আবু সুফিয়ান জীবন চৌধুরীকে তথ্যও প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে তাসির আহম্মেদ বলেন দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে এক হয়ে কাজ করতে হবে। কোম্পানীগঞ্জের সকল রেমিটেন্স যোদ্ধাকে ভ্রাতৃত্ব বন্ধনে মিলিত হওয়ার আহ্বান জানান, সুখে দুখে একে-অপরের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন করোনা কালে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে কোম্পানীগঞ্জ সোসাইটির সকল সদস্যবৃন্দ সহয়তার হাত বাড়িয়ে দিবেন। আপনারা মানবতার সেবায় এগিয়ে আসুন। আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Discussion about this post