আবুধাবিতে ৩ তলা ভবন থেকে পড়ে রমজান আলী (৪৮) নামের এক প্রবাসী বাংলাদেশী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে আবুধাবির একটি হাসতাপালে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।
গত ২ জুলাই কর্মরত অবস্থায় একটি ভবনে রং লাগানোর সময় অসাবধানবশতঃ ৩ তলা ভবন থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলে দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টায় মৃত্যুবরণ করেন।
নিহত রমজান চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের পূর্ব উরকিরচর গ্রামের মরহুম এলাহী বক্কর তালুকদারের ছেলে । দেশে তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে।
Discussion about this post