সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর । রোববার রাত ১১ টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলান্সের একটি ফ্লাইটে সস্ত্রীক দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।
দুবাইতে নিয়োজিত বাংলাদেশের কন্স্যাল জেনারেল মো.ইকবাল হোসেন খান, আবুধাবি দূতাবাস ও দুবাই কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে উষ্ণ সংবর্ধনা দেন। বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর চৌধুরী, মাহাতাবুর রহমান নাছির (সিআইপি), আইয়ুব আলী বাবুল, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, নেতা সাইফুউদ্দিন আহাম্মেদ, জাকির হোসেন, নাছির উদ্দিন কাউছার, প্রকৌশলী এম এ মান্নান, মিসেস মাহাতাবসহ আরও অনেকে।
মোহাম্মাদ আবু জাফর ১৯৯১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। এর আগে তিনি অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও তিনি নেদারল্যান্ডস, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, দুবাই ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
শেরে-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়াশোনা করেন মোহাম্মাদ আবু জাফর।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান ভারতের হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর মোহাম্মদ আবু জাফরকে সরকার আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। করোনা পরিস্থিতির কারণে এতদিন তিনি কর্মস্থলে যোগ দিতে পারেননি।
এই কূটনীতিক এর আগে দুবাই বাংলাদেশ কনসস্যুলেটে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পুনরায় আগমনে আমিরাত প্রবাসীরা আনন্দ প্রকাশ করেছেন।
Discussion about this post