করোনার কারণে প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আবার ঢাকায় ফ্লাইট চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স এয়ার অ্যারাবিয়া।
শুক্রবার (৩ জুলাই) দিনগত রাত ১২টা ৪০ মিনিটে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট (জি৯৫১৯) শারজাহ থেকে ১৬৯জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪০ মিনিট পর রাত ১টা ২০ মিনিটে ৪০ জন যাত্রী নিয়ে শারজাহ বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের কারণে নিষেধাজ্ঞা থাকায় প্রায় সাড়ে তিন মাস এ রুটে ফ্লাইট শুরু করল উড়োজাহাজ সংস্থাটি।
Discussion about this post