করোনা প্রতিষেধকের জন্য অন্তত আড়াই বছর অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড নাবারো। একই সঙ্গে আপাতত করোনা থেকে সম্পূর্ণ মুক্তির কোনো উপায় নেই বলেও তিনি জানান। যদি কেউ এমনটা দাবি করেন, তাহলে তার প্রমাণ দরকার বলে মনে করেন তিনি। তার মতে, ভ্যাক্সিন দেওয়ার পর কেউ করোনা থেকে সম্পূর্ণ নিরাপদ হচ্ছে কিনা, তা বুঝতে সময় লাগবে। খবর ইন্ডিয়া টুডে’র।
এছাড়া বিশ্বের প্রত্যেকে ভ্যাকসিন পাচ্ছে কিনা তা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, গরিব দেশ হোক বা ধনী দেশ, প্রত্যেকে যাতে ভ্যাকসিন পায়, সে বিষয়টাও নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, করোনার কয়েক লাখ ভ্যাকসিন চলতি বছরেই তৈরি হবে বলে তারা আশা করছে। আর পরের বছর শেষ হওয়ার আগেই তৈরি হবে ভ্যাকসিনের ২০০ কোটি ডোজ।
Discussion about this post