করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন ছাত্রী ডা. ফারহানা হক।
তিনি সৌদি আরবের রিয়াদের শিফা আল জাজিরা ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান পদে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াদের সমিছি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিফা আল জাজিরা ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার আগস্টিন।
জানা যায়, ডা. ফারহানা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন ছাত্রী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তিনি শিফা আল জাজিরা ক্লিনিকের জেনারেল ফিজিশিয়ান ডাঃ মোঃ ইশতিয়াক আহম্মেদের স্ত্রী। ডা. ফারহানা হকের দুই ছেলেমেয়ে রয়েছে।
Discussion about this post