করোনা ভাইরাসের কারণে আবুধাবীতে আটকে পড়া আরো ১৫২ প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। বুধবার (১ জুলাই) আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ২টায় ১৫২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করে। ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম এ তথ্য জানান।
আবুধাবীতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এ বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবী থেকে প্রত্যেক যাত্রী করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।
Discussion about this post