আগামী ১ জুলাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে এয়ার এরাবিয়া এয়ারলাইন্স । সিভিল এভিয়েশন সুত্রে এ তথ্য জানাগেছে।
সপ্তাহে বুধবার ও শুক্রবার দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। আগামী বুধবার তাদের প্রথম ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বুধবার সকাল ৯টায় এয়ার এরাবিয়ার প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছাবে এবং ওই দিন সকাল ৯টা ৪০ মিনিটে ওই ফ্লাইট দুবাইয়ের শারজাহর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
Discussion about this post