করােনাভাইরাসের কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথমবারের মতো বাংলাদেশে শিডিউল ফ্লাইট পরিচালনা করছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এয়ারলাইনস এমিরেটস। আজ (২৪ জুন) রাতে ঢাকায় এসে পৌঁছাবে এমিরেটস এয়ারলাইন্স। দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ১১ টা ২০ মিনিটে। এরপর আবার আজ রাত ১টা ৪০ মিনিটে যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেরার পথে প্রথম ফ্লাইটে যাত্রী ২৬০ এর বেশি। ঢাকা থেকে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স। এমিরেটস এয়ারলাইন্সের একটি সুত্রে এই তথ্য জানাগেছে।
ঢাকা থেকে এখন কেবলমাত্র ট্টানজিট ফ্লাইটের যাত্রী বহন করবে এমিরেটস এয়ারলাইন্স।
Discussion about this post