মালয়েশিয়ার রাজধানীর সানওয়ে সিটিতে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ তিন জনকে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিজানে রাত সাড়ে আট্টায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ পেকেট ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
তবে তদন্তের স্বার্থে পুলিশ কারোর নাম প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি । এসময় উদ্ধার করা হয় মালয় রিংগিত ১০ হাজার (২লাখ টাকা) সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, উদ্ধার সাবু( ইয়াবা) যার দাম মালয় রিংগিত ৮লাখ (১ কোটি ৬০ লাখ টাকা)।
তিনি বলেন, গ্রেফতার হওয়াদের প্রসাব পরীক্ষা করে দুইজনের ড্রাগ- পজিটিভ পাওয়া গেছে। এসময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯ বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি উল্লেখ করেন
Discussion about this post