আন্তর্জাতিক রুটে ১৬ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত একমাত্র কাতার এয়ারওয়েজ ছাড়া আর কোনো এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট উড়েনি। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ জুন থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে (হিথ্রো) ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চূড়ান্ত করেছে। এ দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী সঙ্কটের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করেও বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে বিমানের নিয়মিত চার্টার্ড ফ্লাইট ইতালি, জাপানসহ বিভিন্ন দেশে যাত্রী পরিবহন অব্যাহত রয়েছে। এর মধ্যে তারা কখনো ফেরি ফ্লাইটও চালাচ্ছে। ফ্লাইট চলাচল বন্ধের পর অর্থনৈতিক সঙ্কটে পড়ে নাজুক অবস্থায় থাকা বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘রেসিডেন্স কার্ডধারী’ দুবাইফেরত যেতে আগ্রহী যাত্রীদের খোঁজে নেমেছে।
গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোকাব্বের হোসেন ক্ষুদে বার্তায় জানান, সংযুক্ত আরব আমিরাতে ‘রেসিডেন্স কার্ডধারী’ দুবাইফেরত যেতে আগ্রহী যাত্রীদের বিমানের ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো হয়। তবে এটা শিডিউল নাকি চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের জন্য বিজ্ঞপ্তি সে ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো জবাব পাওয়া যায়নি।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকারেরর পাঠানো অপর এক ক্ষুদে বার্তায় জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাহকদের সেবার মাত্রা আরো একধাপ এগিয়ে নিতে চালু করছে তিনটি নতুন টিকিট সেলস সেন্টার। আগামী ২১ জুন থেকে চালু হতে যাওয়া সেল সেন্টারগুলো হচ্ছে ধানমন্ডি সাত মসজিদ রোড, ফার্মগেট কাজী নজরুল ইসলাম এভিনিউ ও বিমান প্রধান কার্যালয় বলাকা গেট। ধানমন্ডি ও ফার্মগেটের সেলস অফিস সপ্তাহের শুক্র ও শনিবার বন্ধ থাকবে। তবে প্রধান কার্যালয়ের কাউন্টার ২৪ ঘণ্টা (অফিস সময়) খোলা থাকবে।
Discussion about this post