আবুধাবী মেরীল্যান্ড স্কুলের ছাত্র আবতাহি সিদ্দিকী আনাস গতকাল বৃহস্পতিবার সকাল ১১ঃ ৩০ মিনিটে আবুধাবির সিলা সেন্ট্রাল হাসফাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২০১৭ সালের ১৮ এপ্রিল আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্র আবতাহি সিদ্দিকীর জীবন চিরদিনের জন্য বদলে যায়। আবুধাবির শিল্পনগরী মুসাফ্ফা আবাসিক এলাকায় কোচিং করে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান। আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালের আই সি ইউতে চিকিৎসাধীন থাকর পর ১ বছর পর হাসপাতালের লংটার্ম কেয়ার ইউনিটে রাখা হয়। সর্বশেষ আবুধাবি সৌদি সীমান্তবর্তী সিলা সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ধরে তাঁর শারিরীক অবস্থা গ্লাসগো কোমা স্কেলের ৭ম স্কেলে ছিল । হাসপাতালে তাকে নিয়মিত ফিজিওথেরাপী সহ সব ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। জানা গেছে মস্তিষ্কের নার্ভাস সিস্টেমের এই সংকট থেকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় উত্তরণ সহজসাধ্য ছিল না।
অবশেষে দীর্ঘ ৩ বছর ২ মাস কোমায় থেকে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে আবুধাবির সৌদি সীমান্তবর্তী সিলা সেন্ট্রাল হাসপাতালে পরিবার পরিজন সহ সবাইকে শোক সাগরে ভাসিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৭ বছর।
২ ভাইয়ের মাঝে আনাসে ছিল বড়। অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছাত্র আনাসের সুস্থতার জন্য তার স্কুলে দুর্ঘটনার পর থেকেই নিয়মিত প্রার্থনা অনুষ্ঠিত হয়ে আসছিলো। তাঁর অকাল মৃত্যুতে দেশী বিদেশী শিক্ষক ছাত্র সহ বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
আনাস আবুধাবির মোসাফফাহ ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট ও কার্গো এশিয়ার স্বত্বাধিকারী এবং কার্গো এসোশিয়েনের সাধারন সম্পাদক ব্যবসায়ী নুরুল আবছার ভাইয়ের জৈষ্ঠ্য পুত্র। প্রবাসী নুরুল আবছার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়ায়।
Discussion about this post