বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময় রেকর্ড ৪২ জন মৃত্যু বরণ করেছে । এতে করে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯ জনে পৌঁছেছে। মোট মৃ্তের সংখ্যা ৮৮৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৯০৩ জনে। এ দিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩,১৩৬ টি।
আজ রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানায়।
Discussion about this post