প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে পৃথিবী আজ নিরুপায় হয়ে পড়েছে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৩৫৩ দাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৫ লাখ ৯১ হাজার।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, বৃহস্পতিবার রিপোর্ট করার সময় পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৯১ হাজার ৮৫৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ লাখ ৮৩ হাজার ৮১০ জন।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ১৪৬ জন। আর আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৪৭ জন।
Discussion about this post