ইশতিয়াক আসিফ: সর্বশেষ আপডেট অনুযায়ী আমিরাতে কভিড-১৯ এর টেস্ট করা হয়েছে একদিনে ৩০ হাজার। এপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৩৫,৭৮৮ জন।
আক্রান্ত করোনা রোগীর মধ্যে আমিরাতে অর্ধেকের বেশী সুস্থ হয়েছেন। অর্থাৎ সুস্হের সংখ্যা দাড়িয়েছে ১৮,৩৩৮ জন এবং মারা গিয়েছে মাত্র ২৬৯ জন।
আমিরাত সরকারের নিত্য নতুন পদক্ষেপ এবং সরকারের আইন মেনে চলায় এমন সুফল পাচ্ছেন বলে আশা প্রকাশ করেছেন আমিরাত প্রবাসীরা এবং আরো আশা করা হচ্ছে খুব শীঘ্রই আমিরাত পূর্বের মতো স্বাভাবিক হয়ে আসবে।
মঙ্গলবার (২জুন) থেকে এক সপ্তাহের জন্যে আবুধাবি, আল আইন ও আল ধাফরা অঞ্চল গুলোতে আসা-যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। রবিবার “আবুধাবি জরুরী ও সঙ্কট ব্যবস্থাপনা কমিটি’ এই ঘোষণা দিয়েছে । তবে সরকারি কর্মকর্তারা এবং জরুরী ক্ষেত্রের কর্মীরা প্রয়োজনে অনুমতি নিয়ে চলাচল করতে পারবে।
সেই সাথে কোভিড ১৯নএর সকল আইন মেনে খুব শীঘ্রই আমিরাতের বিভিন্ন অঞ্চলে মসজিদ গুলোও খুলে দেওয়া হবে স্হানীয় গনমাধ্যমে প্রকাশ করা হয়েছে,তবে এখনো এ বিষয়ে নির্দিষ্ট কোন তারিখ নির্ধারন করা হয় নি।
Discussion about this post