এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশে অবস্থিত কেন্দ্রগুলো থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। দেশের সাথে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুই বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এস এস সি পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসির ফলাফলে ১টি স্কুল শতভাগ অন্যটিতে ৯২ ভাগ পাস করেছে।
আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলে ৩৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। তার মধ্যে ৩৫ জন পাস করেছে এবং ৩ জন ফেল করেছে। প্রতিষ্ঠানটিতে ৯২ ভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৩ জন, এ পেয়েছে ১৮ জন, এ মাইনাস ৬ জন, বি ৪ জন এবং সি ৪ জন।
উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে ৩১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। প্রতিষ্ঠানটিতে শতভাগ সাফল্যের খবর জানা গেছে। এর মধ্যে এ প্লাস পেয়েছে ৬ জন, এ পেয়েছে ১৭ জন এবং এ মাইনাস পেয়েছে ৮ জন।
Discussion about this post