নিজস্ব প্রতিবেদক : আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন ও কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান করোনা জয় করেছেন। উভয়েই করোনা পজিটিভ ছিলেন।
দু’জনের মধ্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন এর সর্বপ্রথম করোনা পজিটিভ আসে।
সোমবার ১৮ মে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন করোনার রিপোর্টে নেগেটিভ আসায় আবুধাবি আল মারফা মেডিকেল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। দুই দিন পর ২০ মে বুধবার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর করোনা রিপোর্ট নেগেটিভ এলে আমিরাতের শেখ খলিফা মেডিকেল থেকে ছাড়পত্র দেয়া হয়।
তবে কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারসহ সংগঠন ভারপ্রাপ্ত সভাপতি ইমরাত হোসেন ইমু, আল আইন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ সভাপতি আলতাফ হোসেন,(কোভিড ১৯) পজিটিভ নিয়ে বর্তমানে দেশটির বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন নিজ ব্যবসার কাজে বিভিন্ন দেশের কার্স্টমারদের সাথে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করেতেন। এছাড়াও সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান রিয়েল এস্টেটের ব্রোকার এর কাজ করতেন, নিজ কাজের সূত্রে, বিভিন্ন জায়গায় ভাড়া কালেকশন করতেন। তবে তাদের কোথা থেকে সংক্রমণ হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। অস্বাভাবিক জ্বর শুষ্ক কাশি, ক্লান্তি,মাংসপেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, ঘ্রাণ শক্তি হারানো, এধরণের লক্ষণ দেখা গেলে জরুরি স্থানীয় হসপিটালে যোগাযোগ করে (কোভিড ১৯) পরিক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসায়,সাথে সাথে তাদেরকে মেডিকেল আইসোলেশনে রাখা হয়।
আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮৯৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৬৫ জন।






















