মনজুর আহমেদ: ওমানে একেরপর এক রেকর্ড ভেঙ্গে দিনেরদিন বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা আজ ২৯ মে (শুক্রবার) সর্বোচ্চ ৮১১ জন রোগী শনাক্ত হয়েছে। যেখানে ওমানের নাগরিক ৩১৫ ও ৪৯৬ জন প্রবাসী। মোট রোগীর সংখ্যা ৯৮২০ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪০ জন। আজ নতুন ২১৯ জনসহ মোট সুস্থ ২৩৯৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ৭৩৮৪ জন।
কারোনা প্রতিরোধে সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক জারি করা সামাজিক দূরত্বের নির্দেশানাবলী মেনে চলার পাশাপাশি প্রত্যেককে ঘরে বসে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন।
রাস্তা অথবা মার্কেট যেকোনো পাবলিক স্থানে মাস্ক ব্যাবহার করুন। মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক না হয় গুনতে হবে ২০ হতে ১০০ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা।