উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় উত্থানের সত্য কাহিনী অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘দিরিলিস আরতুগ্রুল’ এর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উর্দু ভাষায় এ সিরিজটি পাকিস্তানের টিভিতে প্রচার হওয়া উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এর প্রশংসা করেন।
এছাড়াও টুইটারে এক ভিডিও বার্তায় ইমরান খান বলেন, যুবকদের উন্নত চরিত্র গঠনের পাশাপাশি এই সিরিজটির মাধ্যমে তারা ইসলামের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারছে।
টুইটারে প্রকাশিত ভিডিওতে ইমরান খানকে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে সম্প্রচারিত দিরিলিস আরতুগ্রুল দেখতেও দেখা যায়। গত ১ রমজান থেকে পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভিতে প্রতিদিন এক পর্ব করে দিরিলিস আরতুগ্রুল দেখানো শুরু করে এবং প্রতিটি পর্ব দৈনিক তিন বার প্রদর্শিত হয়।
পিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় তারা দিরিলিস আরতুগ্রুল সম্প্রচার শুরু করে। গত বছরের ডিসেম্বরে ইমরান খান তুর্কি ভাষার সিরিজটি পিটিভিকে উর্দুতে ডাবিং করার নির্দেশ দেন।
Discussion about this post