আবুধাবি পুলিশ বৃহস্পতিবার গাড়িচালকদের জন্য সকল ট্রাফিক জরিমানায় তিন ধরণের ছাড়ের ঘোষণা দিয়েছে। প্রথমটি ৫০ শতাংশ ছাড়, যা ২২ জুন পর্যন্ত পাওয়া যাবে।
দ্বিতীয়টি হলো, গাড়িচালকরা যদি আইন লঙ্ঘন করার ৬০ দিনের মধ্যে জরিমানা প্রদান করে তবে তারা ৩৫ শতাংশ ছাড় পাবে।
তবে, যদি গাড়িচালকরা যদি আইন লঙ্ঘন করার ৬০ দিন পরে জরিমানা প্রদান করেন তবে তারা জরিমানার উপর ২৫ শতাংশ ছাড় পাবে।
আবুধাবি পুলিশ আরো যোগ করেছে যে, ২৫ শতাংশ ছাড়ের সুবিধাটি চলতি বছরের শেষ অবধি থাকবে এবং যারা এই বছর জরিমানা আদায় করবেনা তাদেরকে আগামী বছর পুরোটাই আদায় করতে হবে।
























