অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফলদের তালিকায় প্রথমদিকে রয়েছেন। গতবছরের শেষে বেশ জমকালো আয়োজনে বিয়ে সেরেছেন তিনি। স্বামী রণভীর সিং এর সঙ্গে ভালোই কাটছে সময়। রনভীর-দীপিকার বিয়ের আগে তাদের জুটি হিসেবে বড় পর্দায় দেখেছেন দর্শকরা। বিয়ের পরে আবার নতুন কোনো ছবিতে তাদেরে রসায়ন দেখার অপেক্ষা করছেন ভক্তরা।
আশার আলো দেখা গিয়েছিল। ‘এইটি থ্রি’ নামের একটি ছবিতে জুটি হওয়ার কথা ছিল রণভীর-দীপিকার। কিন্তু নতুন বছরের শুরুতেই সবাইকে দুঃসংবাদ দিলেন দীপিকা পাড়ুকোন। জানালেন, রণবীরের সঙ্গে ‘এইটিথ্রি’ ছবিতে একসঙ্গে কাজ করবেন না তিনি।
কপিল দেব এর জীবন নিয়ে তৈরি ছবি ‘এইটি থ্রি’ ছবিতে কপিল দেব চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছিল দীপিকাকে। কিন্তু চরিত্রটি খুব ছোট এবং সাধারণ বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা।
সঞ্জয় লীলা বনসালি পরিচালিত তিনটি ছবিতে দীপিকা এবং রণবীর একসঙ্গে অভিনয় করেছেন। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারও এই যুগলকে একসঙ্গে দেখার জন্য।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post