আমিরাতের শারজাহর আল নাহদা পার্ক সংলগ্ন বহুতল বিশিষ্ট অ্যাবকো টাওয়ারে মঙ্গলবার (৫ মে) রাত নয়টা চল্লিশ এর দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেখানে ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স পৌঁছে। তবে এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
শারজাহ সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানান আগুন লাগার বিষয়ে রাত ৯ টা ৪০ মিনিটে সিভিল ডিফেন্সে একটি ফোন আসে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, নিচ তলায় আগুন লাগার সাথে সাথে পুরো বিল্ডিং ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৪৭ তলা বিশিষ্ট আবকো টাওয়ার থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে ভবনটির সঙ্গে থাকা ব্যাঙলোর রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ভবনটির প্রায় সকল তলায়ই আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে ধ্বংসাবশেষকে চারদিকে উড়তে দেখা যায়। বিপুল পরিমান পুলিশ, আর্মি ও ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। পুরো ভবনটির সবকটি ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কিভাবে আগুন লাগে বা এখনো পর্যন্ত হতাহতের কোন খবর না পাওয়া গেলেও উদ্ধারকারীরা জানিয়েছেন তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তার জন্য আশেপাশের আরো পাঁচটি ভবনও সম্পূর্ণ খালি করা হয়েছে।
Discussion about this post