আমিরাতের রাজধানী আবুধাবিতে এখন থেকে ৩ জনের অধিক গাড়িতে চড়তে পারবে। তবে এক্ষেত্রে কেবলমাত্র একই পরিবারের সদস্য হতে হবে।
৩ মে, রবিবার স্থানীয় গণমাধ্যমে আবুধাবি পুলিশ জানিয়েছে, “একই পরিবারের সদস্যদের বেলায় গাড়িতে ৩ জনের অধিক যাত্রী ভ্রমনে জরিমানার সিদ্ধান্ত তুলে নেওয়া হল। এখন থেকে একই পরিবারের ৩ জনের অধিক সদস্য এক গাড়ীতে চলাচল করতে পারবে। পুলিশ আরো জানায়, আবুধাবিতে অসংখ্য পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনেক পরিবার অভিযোগ করেছিল, “৩ জনের বেশি সদস্য গাড়ীতে চড়লে জরিমানা থাকায় শিশুরা গত দুই মাস থেকে বাসার বাহিরে যেতে পারেনি।”
আবুধাবি পুলিশ এটিকে জরিমানার আওতা মুক্ত ঘোষনা দিয়ে জানায় একই পরিবার বা নিকটআত্বীয় হলেও গাড়ীতে ৩ জনের অধিক ভ্রমন করতে পারবেন। শারজাহ পুলিশ কমান্ডার ইন চিফ কমান্ডার মেজর জেনারেল সাইফ জিরি আল শামসি গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে এ আইন সংযুক্ত আরব আমিরাতের সব প্রদেশের জন্য প্রযোজ্য।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে পূর্বের আইনে আবুধাবি পুলিশ জানিয়েছিল যে, যদি কোনও গাড়িতে ৩ জনের বেশি লোক থাকে তবে চালককে ১ হাজার দেরহাম জরিমানা জরিমানা করা হবে, যা বর্তমানে আর কার্যকর না থাকলেও পাবলিক ট্যাক্সিতে ৩ সদস্যের অধিক ভ্রমন করলে ১ হাজার দিরহাম জরিমানার নিয়ম অপরিবর্তিত রয়েছে।

























