মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার বাংলাদেশের পাশে দাঁড়ালো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার কোভিড -১৯ এর বিস্তার রোধে বাংলাদেশে ৭ টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। ইত্তেহাদ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে করে এ চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে । এতে রয়েছে ৭ হাজার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।
সহায়তা সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ মুহাম্মাদ আল-মুহাইরি বলেন, “বিশ্বব্যাপী এই মহামারীর সংক্রমণ প্রতিরোধে আমিরাত সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের চিকিৎসা খাতে উপহার হিসেবে ৭ টন চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।”
আমিরাত এ পর্যন্ত ৩৩ টি দেশে ৩৪১ টন চিকিৎসা সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে। তাতে ৩৪১০০০ চিকিৎসা সুরক্ষা সামগ্রী রয়েছে।
Discussion about this post