শারজায় ট্রাফিক ফাইনে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (RTA) শারজা।
আজ বৃহস্পতিবার অফিসিয়াল টুইটারে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয় ৩১ মার্চের পূর্বের সকল ট্রাফিক জরিমানা ৫০ শতাংশ মওকুফ করা হল। ১ লা এপ্রিল থেকে তিন মাসের মধ্যে বাকি ৫০ শতাংশ পরিশোধ করলে ছাড়ের সুবিধা পাওয়া যাবে।
সকল গাড়ি চালকদের এই সুবিধাটি কাজে লাগানোর আহ্বান জানানো হয়। অফিসিয়াল টুইটারে আরো বলা হয়,সমস্ত জরিমানা অবশ্যই আরটিএর অফিসিয়াল ওয়েবসাইটে প্রদান করতে হবে।
























