দুবাইয়ের জেনারেল রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স, (জিডিআরএফএ), শনিবার ঘোষণা দিয়েছে যে, দুবাইতে আমেরের সকল ভিসা সেন্টার রবিবার (২৬ শে এপ্রিল, ২০২০) থেকে পুনরায় চালু করা হবে।
দুবাইয় কর্তৃপক্ষ কোভিড-১৯ প্রতিরোধে নেয়া নিষেধাজ্ঞাগুলি শিথিল করার ঘোষণার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমের ভিসা সেন্টারগুলি সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবে।
একজন উর্ধতন কর্মকর্তার মতে, গ্রাহক ও কর্মীচারীদের মাস্ক পরার পাশাপাশি কোভিড-১৯ প্রতিরোধে নেয়া সতর্কতামূলক পদক্ষেপগুলি মেনে চলতে হবে। এবং যে কোনো প্রয়োজনে আমেরের টোল ফ্রি নাম্বারে ৮০০৫১১১ যোগাযোগ করতে বলা হয়েছে।
Discussion about this post